গরমিল - শম্পা_সাহা
আমি সব সময় একটা বন্ধু চেয়েছি,যে আমার সব ক্ষ্যাপামির সঙ্গী হবে।আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে না,আমার অদ্ভূত মনখারাপগুলোর দায়িত্ব নিলেই হবে।যখন হঠাৎ হঠাৎ কান্না পায়,একটু পাশে বসে মাথায় হাত বোলালেই হবে।
আমাকে দার্জিলিং, পুরী,গ্যাংটক নিয়ে যেতে হবে না,শুধু যখন সূর্য ডোবে,সময় পেলে আমার আঙ্গুল গুলো শক্ত করে জড়িয়ে ধরবে আঙ্গুল দিয়ে।আমাকে দামি শাড়ি গহনা কিনে দিতে হবে না,একমুঠো শিউলি দিলেই হবে কোনো কোনো দিন।
কখনো কখনো আমাকে ভালো লাগলে ,একটু মুখে বললেই হবে,”ভালো লাগছে তোমায়!”বা “ওইটা পরলেই তো পারো!”যখন আমার ভীষণ একলা লাগে,কপালে একটা আলতো চুমু খেলেই হবে।
সব সমস্যার একলা সমাধান করতে হবে না,শুধু সমস্যার সময় মুখ ভার না করে থেকে আমার সঙ্গে ভাগ করে নিও তোমার মনখারাপগুলো।
একি এতোই বড় চাওয়া,যে তা দিতে তোমার হাত কাঁপলো?প্রাণে ধরে দিতে পারলে না।!হয়তো আমি যোগ্য নই অথবা তোমার যোগ্যতাই নেই ওটুকুও দেবার।
#storyandarticle
Post a Comment